E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নগরকান্দায় পলিথিন ব্যাগ জব্দ

২০২৩ জুলাই ০৬ ১৬:৪৭:০৩
নগরকান্দায় পলিথিন ব্যাগ জব্দ

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ জব্দ করে ভস্মীভূত করা হয়েছে। উপজেলার পৌর এলাকার সদর বাজারের মুদি মালের দোকানদার রাকিব ষ্টোর থেকে ১১ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মঈনুল হক। 

আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন ১৯৯৫ সংশোধনীয় ২০১০, ৬ ক ধারায় দোকানের মালিক শরীফ হোসেন কে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মঈনুল হক বলেন, আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(পিবি/এসপি/জুলাই ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test