E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মগবাজারে এক যুবকের মৃত্যু

২০১৪ নভেম্বর ০৬ ১০:২১:০৫
মগবাজারে এক যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীর মগবাজারে আজহার মাসুম (২৬) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

আজহার সিলেটের গোলাপগঞ্জ গ্রামের ইমাম আলীর ছেলে। তিনি মগবাজারের আমবাগানের ৫২৭/২১/সি বাসায় নভেম্বরের ১ তারিখে ওঠেন।

ওই বাসার আরেক ভাড়াটিয়া তোতা মিয়া জানান, সন্ধ্যায় অসুস্থ অবস্থায় বাসার সামনে আজহার হঠাৎ পড়ে যান। এ সময় বুক জ্বলে যাচ্ছে বলে জানান আজহার। তাৎক্ষণিক তাকে রমনার একটি কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢামেকে নেওয়ার পর রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আবদুস সালাম জানান, বিষাক্ত কোনোকিছু খেয়ে আজহারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test