E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে দারোগা বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০১৪ নভেম্বর ১১ ১২:৫৪:২৯
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে দারোগা বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৮) সঙ্গে বনদস্যু এনামুল হাওলাদার ওরফে দারোগা বাহিনীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান দারোগাসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় র‌্যাব বনদস্যুদের ব্যবহ্নত ১৩টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করে। মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার আড়–বাড়িয়ার খালের মাথায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সকাল ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২৫ মিনিট পর্যন্ত এই বন্দুকযুদ্ধ চলে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি এলজি, তিনটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, একটি বিদেশি সর্টগান, একটি কাটা রাইফেল ও ১৬৫টি গুলি।

নিহতরা হলেন, দারোগা বাহিনীর প্রধান এনামুল হাওলাদার ওরফে দারোগা (৩৪) এবং তার সহযোগী সাইফুল (২৪)। এদের বাড়ি খুলনার রুপসা এলাকায়।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, সুন্দরবনের বনদস্যু এনামুল হাওলাদার ওরফে দারোগা তার বাহিনীর ৮-১০ জন সদস্যকে নিয়ে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার আড়–বাড়িয়ার খালের মাথায় অবস্থান করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযানে যায়। বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে র‌্যাবের উপর গুলি বর্ষণ করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে বনদস্যুরা সুন্দরবনের ভেতরে পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাসি চালিয়ে দারোগা বাহিনী প্রধান এনামুল হাওলাদার ও তার সহযোগী সাইফুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এসময় তাদের ব্যবহ্নত ১৩টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫টি ধারালো অস্ত্র এবং একটি ইঞ্জিন চালিত ট্রলার ও বেশকিছু খাদ্রসামগ্রী উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের পর নদীতে মাছ ধরা জেলেরা ঘটনাস্থলে পৌছে নিহত দুজনকে দারোগা বাহিনীর সদস্য বলে সনাক্ত করে।

তিনি আরও বলেন, দারোগা বাহিনী সুন্দরবনে ও সাগরে মাছ ধরা জেলে, বাওয়ালী, মৌয়ালসহ সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের বিভিন্ন সময়ে অপহরণ করে চাঁদা আদায় করে আসছে। মরদেহ দুটি বাগেরহাটের মংলা থানায় নিয়ে আসা হচ্ছে।

(একে/এইচআর/নভেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test