E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাট প্রেসক্লাবের উন্নয়ন কাজে লাখ টাকা অনুদান

২০১৪ নভেম্বর ১১ ১৫:১৩:৩৭
বাগেরহাট প্রেসক্লাবের উন্নয়ন কাজে লাখ টাকা অনুদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবে সম্প্রসারিত ভবনের নির্মান কাজের জন্য বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে ক্লাবের সভাপতি ও সম্পাদকের হাতে অনুদানের টাকা তুলে দেন।

প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা, ক্লাবের সাবেক সভাপতি এবিএম মোশারফ হোসাইন, মো. মোজাফফর হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. আহসানুল করিম, মীর জুলফিকার আলী লুলু, সাবেক সাধারন সম্পাদক শাহাদত হোসেন বাচ্চু, আহাদ উদ্দিন হায়দার, আলী আকবর টুটুল, নির্বাহী কমিটির সদস্য মাহফিজুর রহমান মাফুজ, মোল্লা মাসুদুল হক প্রমুখ।
প্রধান অতিথি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাগেরহাটে সংবাদকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারা অব্যহত রাখার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

(একে/এটিআর/নভেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test