E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা দুদুর গ্রেফতার দাবিতে প্রতীকী অনশন

২০১৪ নভেম্বর ১৭ ১২:৪৬:৫০
শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা দুদুর গ্রেফতার দাবিতে প্রতীকী অনশন

স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকিদাতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে প্রতীকী অনশন করা হয়েছে। একাত্তরের ঘাতকদের হাতে নির্মমভাবে নির্যাতিত সাংবাদিক প্রবীর সিকদার আজ ১৭ নভেম্বর ২০১৪ সোমবার সকালে বঙ্গবন্ধুর ৩২ নম্বরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই অনশন কর্মসূচি পালিত হয়।

প্রতীকী এই অনশন কর্মসূচিতে আরও অংশ নেন প্রাণের ৭১ এর সুব্রত কর্মকার, সাংবাদিক মোঃ মাসুদ খান, দিপংকর ধর, সাভারের মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ জহিরুল ইসলাম, সাকিব মোহাম্মাদ, ঢাকা কলেজের ছাত্রলীগ নেতা ফারুক ফরহাদ প্রমুখ।

প্রতীকী অনশন শেষে সাংবাদিক প্রবীর সিকদার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে খুনের হুমকিদাতা বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর গ্রেফতার দাবি করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সকলের বিশ্বাস আবেগের কেন্দ্র। শেখ হাসিনার ওপর হুমকি অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের ওপর হুমকি। আমরা আর এই জাতীয় হুমকি বরদাস্ত করবো না। দুদুকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

(ওএস/এইচআর/নভেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test