E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

২০২৪ মে ২৬ ১৪:৪৩:১৪
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত


কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকদের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল কাইয়ুম (৫০)  নামের  এক ব্যক্তি নিহত হয়েছেন।সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত ব্যক্তি।


শনিবার সন্ধ্যার আগে বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।সংঘর্ষে আব্দুল কাইয়ুমকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।তার মরদেহ নেত্রকেনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জানাযায় বিষ্ণুপুর গ্রামের আব্দুল লতিফ মেম্বার, হাসিম উদ্দিন গংদের সাথে একই গ্রামের হুমায়ুন, ঝান্টু হাদিছ ও শহিদ মিয়া গংদের সাথে পূর্বশক্রতা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দুইমাস আগে ইউ পি চেয়ারম্যানের উদ্যোগে গ্রাম শালিসির মাধ্যমে মিমাংসা হয় আনুষ্ঠানিকভাবে। কিন্তু ভেতরে ভেতরে দ্বন্দ্ব লেগেই ছিল। কয়েকদিন আগে দুই পক্ষের লোকদের মধ্যে পাল্টাপার্টি গরু জবাই করে খাওয়া হয়।শনিবার ছেলেদের মধ্যে ফুটবল খেলার শুরুতে একপকরষের বাধা আসে। এই বাধা দেওয়াকে কেন্দ্র করেই দুইগ্রুপের শতশত লোক লাঠি বল্লমসহ বিভিন্ন ধারালো অস্ত্রে নিয়ে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষেের সামনে থাকা আব্দুল কাইয়ুম মারাত্বক আহত হলে দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের কেন্দুয়া হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কান্দিউড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল জানান পুর্ব শক্রতা থেকেই সুত্রপাত। সর্বশেষ ফুটবল খেলাকে কেন্দ্র করেই সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক পিপিএম বলেন ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে।আহত হযেছে বেশকয়েকজন।তবে কতজন আহত তা এই মিহুররতে নির্নয় করা যায়নি।

মামলা হয়নি।ময়না তদন্ত শেষে মরদেহ দাফন কাফনের পর লিখিত এজহার পেলেই মামলা রেকর্ড করা হবে।

(এসবিএস/এএস/মে ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test