E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় বিআরটিসি’র বাস পোড়ানো মামলায় গ্রেফতার ২

২০১৫ জানুয়ারি ১৫ ১৭:৫৫:৪৭
আগৈলঝাড়ায় বিআরটিসি’র বাস পোড়ানো মামলায় গ্রেফতার ২

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় পেট্রোল ঢেলে বিআরটিসি’র বাস পুড়িয়ে দেয়ার ঘটনায় ২০দলীয় জোটের নেতা-কমীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই মামলার এজাহারভুক্ত আসামী শাহিন বখতিয়ারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে বিএনপি’র নেতা আজাদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে রাখা বিআরটিসি’র একটি বাসে পেট্রোল ঢেলে আগুনে পুরিয়ে দেয় অবরোধকারীরা। এঘটনায় পুলিশের এসআই মনোরঞ্জন বাদী হয়ে বুধবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

(টিবি/এএস/জানুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test