E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালন

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ১৫:১১:০১
আগৈলঝাড়ায় সুবিধা বঞ্চিত শিশুর জন্মদিন পালন

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এলাকার সুবিধা বঞ্চিত অসহায় ও দুঃস্থ চার সহস্রাধিক শিশুর একত্রে জন্মদিন পালন করা হয়েছে।

সূত্র মতে, এলাকার সুবিধা বঞ্চিত দরিদ্র ক্লিষ্ট শিশু, যারা কখনোই দারিদ্রতার কারণে নিজেদের জন্মদিন পালনে সক্ষম নয়, এমন শিশুদের নিয়ে সোমবার সকাল ১০ টায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন (আগৈলঝাড়া এডিপি’র) উদ্যোগে পালন নির্দিষ্ট একটি দিনে পালন করা হয় বিশেষ জন্মদিন।
উপজেলার বাকাল গ্রামের মিশন প্রাথমিক বিদ্যালয় হলরুমে আগৈলঝাড়া এডিপি ম্যানেজার রবার্টসন সরকারের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ৪ হাজার ২শ শিশু কেক কেটে তাদের জন্মদিন পালন করে। এসে অংশগ্রহণ করে সংস্থার স্পন্সারকৃত উপজেলার গৈলা কম্পার্টমেন্টের ৮শ ৩৯জন, আস্কর কম্পার্টমেন্টের ৮শ ২৯জন, বাগধা কম্পার্টমেন্টের ৩শ ৯২, বাকাল কম্পার্টমেন্টের ৭শ ৭৯জন ও রাজিহার কম্পার্টমেন্টের ৮শ ১৯জনসহ মোট ৪ হাজার ২শ অসহায় ও সুবিধা বঞ্চিত শিশু। তারা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে একত্রে কেক কেটে জন্মদিন উৎসব পালন করে।
এসময় সুবিধা বঞ্চিত শিশুদের বাবা-মাসহ পরিবারের অন্যান্য স্বজনেরাও উপস্থিত ছিলেন। পরে সংস্থার বিশেষ সুবিধা গ্রহণ করা শিশুরা তাদের জন্মদিনে নাচ-গান পরিবেশন করে।
জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার (অর্থ) প্রেম সং ম্রং, স্পন্সাশীপ টিম লিডার জেমস বিশ্বাস, প্রকল্প অফিসার মিন্টু বৈরাগী, রীনা রায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ঢালী প্রমূখ। অনুষ্ঠানে জন্মদিন পালনকারী সকল শিশুদের সংস্থার পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test