E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ৯

২০১৫ জুলাই ২৭ ১৭:৫০:৫০
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ৯

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে আজ সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার ডায়াবেটিকস পয়েন্ট সংলগ্ন এলাকায়  মাছ ধরা একটি ফিশিং ট্রলার ডুবে জোবায়ের (৩৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে পাঁচ জেলেকে। এছাড়া, নিখোঁজ রয়েছে আরো নয় জেলে।

আহতদের মধ্যে জিয়া উদ্দিন, এনায়েত উল্লাহ, হানিফের নাম জানা গেছে। নিখোঁজ জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।

উদ্ধার হওয়া জেলে হানিফ জানান, ছয় দিন আগে ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। সোমবার সকালে কূলে ফিরে আসার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার ডায়াবেটিকস পয়েন্টে এলে ট্রলারটি উল্টে যায়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুস সালাম জানান, জেলে জোবায়েরকে সকাল ১০টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ট্রলার ডুবির খবর পেয়ে লাইভ গার্ড কর্মীদের সহযোগিতায় ছয় জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নয় জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

(ওএস/এসসি/জুলাই,২০১৫)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test