E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুন্দরবনে অপারেশন পাইরেটস হান্ট সমাপ্ত,আটক ১

২০১৬ আগস্ট ০৬ ১৫:৫৯:৫৬
সুন্দরবনে অপারেশন পাইরেটস হান্ট সমাপ্ত,আটক ১

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের দস্যু দমন ও মুক্তিপণের দাবীতে অপহৃত জেলেদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান অপারেশন পাইরেটস হান্ট সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান শুক্রবার পর্যন্ত চলে। শুক্রবার গভীর রাতে এই অভিযান সমাপ্ত ঘোষণা করেছে যৌথ বহিনী।

অপারেশন পাইরেটস হান্টের প্রথম দিন বৃহস্পতিবার বনদস্যু জাহাঙ্গীর ও আল আমিন বাহিনীর ১০টি আস্তানা ও ৭টি ওয়াচ টাওয়ার সনাক্তর পর তা আগুন দিয়ে পুড়িয়ে দেয় যৌথ বাহিনীর সদস্যরা।

দ্বিতীয় দিন শুক্রবার পশ্চিম সুন্দরবনের জাভা নদী থেকে বনদস্যু আল আমিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টুকে আটক করতে সক্ষম হয় অভিযানকারীরা। এ সময় মিন্টুর কাছ থেকে বনদস্যুতায় ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা ট্রলার জব্দ করে যৌথ বাহিনী। গত দু’দিনের যৌথ অভিযানে উদ্ধার হয়নি বনদস্যুদের কাছে থাকা মুক্তিপনের দাবীতে অপহৃত করা জেলে।
উল্ল্যেখযোগ্য সংখ্যক কোন বনদস্যুদের গ্রেফতার করতে পারেনি নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনী।

অভিযান পাইরেটস হান্ট শুরু খবরে সাধারণ জেলে-বনজীবীদের মধ্যে কিছু স্বস্তি দেখা দিলেও বড় কোন দস্যু বাহিনীর প্রধানসহ উল্ল্যেখযোগ্য সংখ্যক বনদস্যু আটক না হওয়া এবং অপহৃত জেলে উদ্ধার না হওয়ায় আবারো বনদস্যু ভীতি নেমে এসেছে জেলেসহ বনজীবিদের মাঝে।

অপারেশন পাইরেটস হান্ট সমাপ্ত ঘোষণা বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার কাজী মেহেদী মাসুদ বলেন, গত দু’দিনের অভিযানে বনদস্যুদের আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করায় তারা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এতে জেলে-বাওয়ালীদের মনোবল বৃদ্ধি পেয়েছে।

আগামীতে কোস্টগার্ড, র‌্যাব, নৌপুলিশ ও সুন্দরবন বিভাগের সমন্বয়ে বনদস্যু দমনে আরো বড় ধরনের অভিযান চালানো হবে।







(এসএকে/এস/আগস্ট০৬,২০১৬)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test