E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলাপাড়ায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

২০১৭ মে ১৫ ১৯:১৭:৫৫
কলাপাড়ায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা অভি গাজী (২৬) হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের মাধ্যমে নিহত অভির পিতা টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.কবির গাজী, অভির স্ত্রী স্বর্না গাজী ও শিশু সন্তান অথৈ এ স্মারকলিপি প্রদান করেন।

নিহত অভির পিতা কবির গাজী জানান, গত ১ মে তার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদারকারী গাজী আব্বাস বাচ্চুকে প্রধান আসামী করে ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা করলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আলী আহম্মেদ জানান, মূল আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে (৮ মে) প্রধান আসামির বাড়িতে রক্ষিত সিসি ক্যামেরার সিডি জব্দ করা হয়েছে। সন্দেহভাজন হিসাবে রিয়াজ গাজী নামের একজনকে গ্রেফতার করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেছেন, জব্দ করা সিডি থেকে কিছু গুরুত্বপুর্ণ ক্লু পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিষয়টি তিনি স্পষ্ট করেন নি।

(এমকেআর/এএস/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test