অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের খপ্পরে নিত্যপণ্যের বাজার
মোহাম্মদ ইলিয়াছ
নিত্যপণ্যের বাজার অস্থির হলে সীমিত ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়ে যায়। পণ্যের বাজার যাতে যখন তখন অস্থির হতে না পারে সে জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও কিছু অসাধু ব্যবসায়ী নানা কৌশলে নিত্যপণ্যের বাজার অস্থির করে তোলে। সরবরাহ প্রক্রিয়ায় কোনো অস্বাভাবিক পরিস্থিতি না থাকলেও বাজারে প্রায় সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। এ অবস্থায় বাজার তদারকি সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক।
একদল ব্যক্তি বা কোম্পানি সুনির্দিষ্ট কোনো বিষয়ে পরস্পরের স্বার্থ সুরক্ষায় একত্রে কাজ করে সিন্ডিকেট তৈরি করে। ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেটের কারণে এ দেশের জনসাধারণ নিত্যপণ্য ক্রয়ে উচ্চমূল্যের শিকার হচ্ছেন। বিভিন্ন পণ্যের জন্য ব্যবসায়ীদের রয়েছে আলাদা আলাদা সিন্ডিকেট। সিন্ডিকেশনের ফলে যেসব নিত্যপণ্য কিনতে গিয়ে জনসাধারণ উচ্চমূল্যের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছেন, সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো চাল, চিনি, ভোজ্য তেল, গুঁড়াদুধ, ইলিশ মাছ, মাংস, ডাল ও শাকসবজি।
বিশেষজ্ঞরা বলছেন, পণ্যমূল্য নিয়ন্ত্রণে বরাবরের মতোই গতানুগতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজারে মনিটরিং জোরদার করা হচ্ছে না। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়েছে সব ব্যবস্থা। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিলে আর কমাতে চান না। এ ক্ষেত্রে দুটি কারণ রয়েছে, এক. বাজার মনিটরিং নেই, দুই. বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ নেই। মাঝেমধ্যে কিছু মোবাইল কোর্ট বের হয়। কিন্তু এটা বাজারে তেমন প্রভাব ফেলতে পারে না। নিত্যপণ্যে দর নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার বিকল্প নেই। ব্যবসায়ীরা যেন বিভিন্ন পণ্য নিয়ে একচেটিয়া প্রভাব না ফেলতে পারে, সে ব্যবস্থাও নিতে হবে। নিজেদের সক্ষমতা থাকলে অসাধু চক্র সুযোগ নিতে পারবে না।
বাংলাদেশে কোনো পণ্যের দাম একবার বেড়ে গেলে সেটি কমার উদাহরণ নেই। অর্থনীতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী, পণ্যের সরবরাহ কমলে দাম বাড়ে আর সরবরাহ বাড়লে দাম কমে। কিন্তু বাংলাদেশে সব সময় এই নিয়ম খাটে না। নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনার বিষয়টি সরকারের তরফে নিশ্চিত করা জরুরি। বড় আমদানিকারকদের সিন্ডিকেট কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে থাকে। মুক্তবাজারে সরকার হস্তক্ষেপ করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু বাজারের ওপর সরকারের নজর থাকতে হবে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকাবে। সরকার এটা হতে দিতে পারে না। দ্রব্যমূল্য বাড়ানোর মধ্য দিয়ে জনভোগান্তি তৈরি করা এই ব্যবসায়ীরা নিশ্চয়ই সরকারের চেয়ে শক্তিশালী নয়। বাজার নিয়ন্ত্রণ করা এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এটা নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া সরকারবিরোধী কিছু স্বার্থান্বেষী মহল মাঝেমধ্যেই বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ সংকট সৃষ্টি বা মূল্য আরও বৃদ্ধি পেতে পারে এমন গুজব ছড়িয়ে দিচ্ছে। এতে এক শ্রেণির ভোক্তা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুত করছেন। এ ধরনের প্যানিক বায়িং নির্দিষ্ট কোনো পণ্যের ক্ষেত্রে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়।
বিশ্বজুড়ে সংকটে আছে। চাহিদার বেশিরভাগ পণ্য আমদানিমুখী হওয়ায় তার সরাসরি প্রভাব বাংলাদেশেও আছে। অর্থাৎ একটি খারাপ পরিস্থিতিতে সবারই উচিত নাগরিক দায়িত্ব পালন করা। সেটি না করে কেউ যদি খারাপ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে সরকারের উচিত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সেবা ও পণ্যমূল্য বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানিনির্ভর দেশগুলো নিজ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিকল্প দেশগুলো থেকে অধিক মূল্যে খাদ্যশস্য ক্রয়ে বাধ্য হচ্ছে। করোনার অর্থনৈতিক অভিঘাত ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশের বাজারেও খাদ্য সরবরাহ স্বাভাবিক এবং মূল্য
সহনীয় ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের বেগ পোহাতে হচ্ছে। তদুপরি বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে স্থানীয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট, অনৈতিক প্রতিযোগিতা, কালোবাজারি ও অবৈধ মজুতদারি যুক্ত হওয়ায় স্থানীয় পণ্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়ে বাজার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠছে। দ্রুত বিশ্ব বাণিজ্য ব্যবস্থা স্বাভাবিক এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির বিষয়ে যথাযথ কার্যক্রম হাতে নিয়েছেন।
সংকট মূল কারণ হলো :অসাধু ব্যবসায়ীদের কারসাজি, সিন্ডিকেট, দাম বৃদ্ধির অনৈতিক প্রতিযোগিতা, কালোবাজারি ও অবৈধ মজুতদারি বন্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ। পণ্য আমদানি ও বিপণনে সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়া এবং সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি। রাষ্ট্রীয় মালিকানাধীন চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা ও আখ থেকে চিনি উৎপাদনের হার বৃদ্ধি। প্যানিক বায়িং বন্ধ করতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি। সার, বীজ, কীটনাশকসহ সব কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করে খাদ্য উৎপাদন বৃদ্ধি। বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ রাখতে জিটুজি পদ্ধতিতে পণ্য আমদানি এবং বিকল্প রপ্তানিকারক দেশ অন্বেষণ। উৎপাদক বা আমদানিকারক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহ শৃঙ্খলের প্রতিটি ধাপে নজরদারি বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ।
কৃষক কর্তৃক উৎপাদিত পণ্য আড়তদার, পাইকার, প্রক্রিয়াজাতকারী, ফড়িয়া, খুচরা বিক্রেতা থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ। সরকারের চলমান ওএমএস কার্যক্রম আরও জোরদার করতে সারা দেশে কেন্দ্রসংখ্যা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ। মিলকারখানাগুলোর পূর্ণ সক্ষমতায় সচল রাখা এবং যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ পণ্য আমদানি নিশ্চিতকরণ। শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি। নজরদারি বৃদ্ধি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডলার পাচার রোধ। ডলারের অবৈধ মজুত ও কালোবাজারি বন্ধে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং কার্যক্রম জোরদার করা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের কষ্ট লাগবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
লেখক : সহকারী পরিচালক (অর্থ ও বাজেট), অবসর ও সুবিধা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
পাঠকের মতামত:
- মাতৃদুগ্ধ ভালোবাসার স্পর্শ, সুস্থ জীবনের শুরু
- উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
- গোপালগঞ্জে সহিংসতা : ছাত্রলীগ নেতাকর্মীসহ ৪৭৭ জনের বিরুদ্ধে মামলা
- সোনারগাঁয়ে চাঁদাবাজি আর দখলদারিত্বের মহা উৎসব
- সালথায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার
- গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালো আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি
- ‘নির্বাচন নির্ধারিত সময়েই, একদিনও দেরি হবে না’
- অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা আজ
- সালথায় শ্রেষ্ঠ শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- ‘আজকের মধ্যেই আলোচনা শেষ হবে’
- প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যু
- ঢাকায় টানা ৫ দিন বৃষ্টির আভাস
- সালথায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
- প্রবাসীদের ভোটার কার্যক্রমে জাপান যাচ্ছেন ইসি সচিব আখতার
- এশিয়ান কাপের আগে পূর্ণ প্রস্তুতির লক্ষ্য বাফুফের
- ‘নারীকে কামনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে’
- জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
- ‘হাসিনার নির্দেশেই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার হয়’
- ‘আ.লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে’
- শ্যামনগর বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- কুষ্টিয়ায় জিকে খালে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
- প্লট জালিয়াতি, শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু
- ‘আমরা এমন জাতি নিজেদের সন্তানদেরও পুড়িয়ে মারি’
- ‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না’
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- পারিবো না
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- মহুয়া বনে
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ
- রামগঞ্জে ইমতিয়াজ ও রায়পুরে অধ্যক্ষ মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে মুখোমুখি দুই সাংবাদিক