E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কূটনীতিতে মাথা খারাপ করলে চলে না’

২০১৭ অক্টোবর ২০ ১৭:০৭:৩৭
‘কূটনীতিতে মাথা খারাপ করলে চলে না’

শেরপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন বলেই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নেয়ার কথা বলতে বাধ্য হচ্ছে। কূটনীতিতে মাথা খারাপ করলে চলে না। এখানে মাথা ঠাণ্ডা রেখে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হয়।

শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ীর সন্নাসীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সৌরবাতি বিতরণকালে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের মাথায় একটি বিরাট বোঝা। আমাদের দেশে প্রায় আট লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। যেহেতু মুক্তিযুদ্ধের সময় আমরাও একটা দেশে আশ্রয় নিয়েছিলম। তাই যখন রোহিঙ্গারা আমাদের কাছে আশ্রয় নিতে এসেছিল, তখন আমরা তাদের ফিরিয়ে দিতে পারিনি। আমাদের নেত্রী শেখ হাসিনা কিভাবে রোহিঙ্গাদের বুকে টেনে নিয়েছেন তা আপনার দেখেছেন। এখন আন্তর্জাতিকভাবে এই বিষয়টি তিনি তুলে নিয়ে এসেছেন।

সৌরবাতি বিতরণকালে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, সেনাবাহিনীর ডিজেল প্ল্যান্ট প্রকল্পের ব্রিগেডিয়ার মো. শামিম, সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের ১৫২শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ৫৬০ জন শিক্ষার্থী, ৩৭৭ জন মসজিদের ইমাম, ৩৫১ জন মোয়াজ্জিন, ২৮ জন সেবায়েত, ১৬ জন পুরোহিত এবং ৮ জন ধাত্রীর মাঝে তিন হাজার ৪৪৮টি সৌরবাতি বিতরণ করেন।

(ওএস/এসপি/অক্টোবর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test