E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শেখ হাসিনা আগামী নির্বাচনে নেত্রকোণা-৩ আসনে চমক দেখাবেন’

২০১৭ অক্টোবর ২৪ ১৮:১৪:০৩
‘শেখ হাসিনা আগামী নির্বাচনে নেত্রকোণা-৩ আসনে চমক দেখাবেন’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণা জেলা কৃষক লীগের সভাপতি ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা কেশব রঞ্জন সরকার বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ আসনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে চমক দেখাবেন কৃষক বান্ধব জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

তিনি বলেন, এই বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষকরা কোন অনিয়ম দুর্নীতি করেন না। করেন না কোন স্বজন প্রীতি। তারা প্রকৃতির খেয়াল খুশীর সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন।

তিনি আরও বলেন, আমি ২০ বছর ধরে জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি। কৃষকরা আমার ভাই, আমার বন্ধু। এই কৃষকদের নিয়েই আমি আগামীর স্বপ্ন দেখি। স্বপ্ন দেখেন আমার নেত্রী শেখ হাসিনাও।

কেশব রঞ্জন সরকার বলেন, আগামী নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক খুব কঠিন নির্বাচন। এই নির্বাচনে জনবিচ্ছিন্ন কিংবা কোন অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এমন কোন নেতাকে নিশ্চয় আমার নেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন না।

তিনি বলেন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাবেক এম.পি. মঞ্জুর কাদের কোরাইশীর বিরুদ্ধে নির্বাচনী এলাকার জনগণের কাছ থেকে নিয়োগ বাণিজ্যের বিষয়ে যেসব অভিযোগ উঠেছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে, সেসব অভিযোগ অনিয়মের জন্য কেন্দুয়া-আটপাড়ার জনগণ ভাল না হলে, সহনশীল না হলে, মঞ্জুর কাদের কোরাইশী অবাদে নির্বাচনী এলাকায় ঘুরাফেরা করতে পারতেন না। মানুষ তাকে ধিক্কার জানাত। আমি কেন্দুয়া-আটপাড়ার কৃষক ভাইসহ সকল জনগণকে সহনশীলতার জন্য ধন্যবাদ জানাই।

মঙ্গলবার বেলা ৩টায় নেত্রকোণা মোক্তারপাড়াস্থ কৃষকলীগ দলীয় কার্যালয়ে এই প্রতিনিধির সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আগামী নির্বাচনে কৃষকদের নৌকার পক্ষে জাগ্রত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমার বিশ্বাস আমার শ্রদ্ধেয় নেত্রী আগামী একাদশ নির্বাচনে যিনি কৃষকদের প্রকৃত বন্ধু তাকেই মনোনয়ন দিয়ে চমক দেখাবেন। আমিও এই এলাকার একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে কৃষকদের সঙ্গে কাজ করে যাচ্ছি। তবে দলের পক্ষ থেকে নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে একটি করে কৃষক লীগের অফিসের ব্যবস্থা, কিছু আসবাবপত্র ও একটি টিভির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যাতে এই অফিসে বসে কৃষকরা সরকারের উন্নয়নমূলক সফল কর্মকান্ড দেখতে পারেন।

(এসবি/এসপি/অক্টোবর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test