E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পাল্টে যাচ্ছে গ্রামীন চিত্র

২০১৭ নভেম্বর ২২ ১৫:৫২:৪১
হালুয়াঘাটে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পাল্টে যাচ্ছে গ্রামীন চিত্র

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বৃদ্ধি পাচ্ছে যাতায়ত ব্যবস্থার উন্নতি পাল্টে যাচ্ছে গ্রামীন চিত্র।

জানা যায়, সরকার কর্তৃক ঘোষিত গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও অতিদরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসৃজন প্রকল্পের আওতায় উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চল জুড়ে হয়েছে উন্নয়ন ও সংস্কার কাজ। অত্র উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরের কর্মসৃজন প্রকল্প, ইজিপিপি, কাবিখা/ কাবিটা, কর্মসূচীর আওতায় দুই পর্বে ১২টি ইউনিয়নে প্রায় ১৮০টি গ্রামীন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা পূর্ণনির্মান করা হয়েছে। প্রায় ১০০ কি.মি রাস্তা নির্মাণে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ব্যায় করা হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ টাকা। এছাড়াও সরকার কর্তৃক বরাদ্ধকৃত টিআর কর্মসূচী দিয়ে উন্নয়ন করা হয়েছে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, মাদ্রাসা, স্কুল/কলেজ, এতিমখানা।

এ সমস্ত কর্মসূচীতে সাধারণ শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি জনমানুষের জীবনমানউন্নয়ন সাধিত হয়েছে। গ্রামীন জনপদের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ধোড়াইল, ভূবনকুড়া, বিলডোরা, নড়াইল, জুগলী, শাকুয়াই ইউনিয়নের বিভিন্ন নদীর উপর নির্মাণ করা হচ্ছে ৮টি ব্রীজ।

সম্প্রতি ৪টি ব্রীজের কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামী এক মাসের মধ্য বাকী ব্রীজগুলির কাজ সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রীজগুলি নির্মাণে সর্বনিম্ম ব্যায় করা হচ্ছে ২ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৭৯৭ টাকা। ফলে সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে গ্রামের অবহেলিত রাস্তা ঘাটের উন্নয়ন হচ্ছে, দিনদিন বৃদ্ধি পা্েচ্ছ নতুন রাস্তাসহ পুরাতন রাস্তার সংস্কার কাজ।

কর্মসৃজন প্রকল্পের আওতায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বর্ডার রাস্তা সংলগ্ন শংকর মেম্বারের বাড়ী থেকে সুইচগেট পর্যন্ত ১২ ফুট প্রস্থ ৩,২০,০০০/= টাকা ব্যায়ে ৬০০ মিটার নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে ৪০ জন শ্রমিকের অংশ গ্রহনের মাধ্যামে। জুগলী ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ স্থাপন সংড়া চৌরাস্তা থেকে রান্ধুনীকুড়া ব্রীজ পর্যন্ত ৫৮০ মিটার গ্রামীন রাস্তার সংস্কার কাজ ৪,৪০,০০০/= টাকায় ৫৫ জন শ্রমিকের অংশ গ্রহনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। গাজিরভিটা ইউনিয়নের ডোমনিকুড়া থেকে কাতলমারী পর্যন্ত ১১০০ মিটার রাস্তার সংস্কার কাজ ৭০ জন শ্রমিকের অংশ গ্রহনের মাধ্যমে ৫,৬০,০০০/= টাকা ব্যায়ে সম্প্রতি সম্পন্ন করা হয়েছে ।

সমাপ্তিকৃত প্রকল্প পরিদর্শন করেন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ্ ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া আলম।

কর্মসৃজন প্রকল্পের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ্ এ প্রতিবেদকে বলেন, শতভাগ সফলতায় অত্র উপজেলার ১২টি ইউনিয়নে ২০১৬-১৭ অর্থ বছরে কর্মসৃজন প্রকল্প,ইজিপিপি, কাবিখা/কাবিটা, কর্মসূচীর আওতায় দুই পর্বে প্রায় ১৮০টি গ্রামীন রাস্তা নির্মাণ ও পূর্ণনির্মান করা হয়েছে। প্রায় ১০০ কি.মি রাস্তা নির্মাণে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ব্যায় করা হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ টাকা। ইতোমধ্য রাস্তার কাজ সম্পন্ন করেছেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বিভিন্ন নদীর উপর নির্মাণ করা হচ্ছে ৮টি ব্রীজ। সম্প্রতি ৪টি ব্রীজের কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকী ব্রীজগুলির কাজ সমাপ্ত করার আশাব্যাক্ত করেন। ব্রীজগুলি নির্মাণে সর্বনিম্ম ব্যায় করা হচ্ছে ২ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৭৯৭ টাকা।

সম্প্রতি উন্নয়ন প্রকল্পের সমাপ্তি হওয়া রাস্তাঘাট পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রসাশক মো: খলিলুর রহমান প্রমূখ।


(জেসিজি/এসপি/নভেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test