E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় গ্রাম আদালত সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

২০১৭ নভেম্বর ২৭ ১৬:৫০:০৬
কেন্দুয়ায় গ্রাম আদালত সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : গ্রাম আদালত সর্ম্পকে ব্যাপক জন সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্ভোধন করেন সহকারী কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত ইউএনও শিরিন সুলতানা।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগীতা এবং মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সহায়তায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় গ্রাম আদালতের বিভিন্ন দিক তুলে ধরে বাস্তবভিক্তিক ধারনা দেন নেত্রকোনা জেলা ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ আল মুজাহিদ খান, জেলা সমন্বয়কারী আব্দুস সামাদ নয়ন, কারিগরী সহায়তা দেন উপজেলা সমন্বয়কারী মো: আবুল কালাম আজাদ ও সহযোগীতা করেন আদালত সহকারী আনোয়ার হোসেন সরকার।

কর্মশালায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র কুমার মহাপাত্র, উপজেলা প্রকৌশলী মো: আল-আমিন সরকার, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন, সমবায় কর্মকর্তা রবি শংকর পাল, সাবলম্বী উন্নয়ন সমিতির চয়ন সরকার, ডরপ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নূপুর আক্তারসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তাগণ।

(এসবি/এসপি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test