E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে বাগানের ৭০০ আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা

২০১৭ নভেম্বর ২৭ ১৭:৩০:৩১
সাপাহারে বাগানের ৭০০ আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাগানের প্রায় ৭০০ আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় সাপাহার থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার চাঁচাহার গ্রামের কৃষক আব্দুস সামাদ মন্ডল প্রায় ৩০ বছর আগে হরিপুর মৌজায় ৩ একর ৩৪ শতক জমি কিনে ভোগদখলসহ সেখানে আমবাগান তৈরী করে। হরিপুর গ্রামের হোসেন উদ্দীনের পুত্র নুরুজ্জামান দীর্ঘদিন থেকে উক্ত জমিটি দখলের জন্য কোর্টে মামলা দায়ের করে।

পরবর্তীতে কোর্টের রায় চাঁচাহার গ্রামের কৃষক আব্দুস সামাদ মন্ডলের পক্ষে যায়। এতে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। ঘটনার জের ধরে সোমবার ভোরে উক্ত জমিতে হোসেন উদ্দীন ও তার ছেলে নুরুজ্জামান বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে প্রায় ১৫/২০ জন সঙ্গী নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে এবং বাগানের ৫ বছর বয়সের প্রায় ৭ শ’ আম গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

এ ঘটনায় সোমবার দুপুরে জমির মালিক আব্দুস সামাদ মন্ডলের পুত্র মাহাবুবুল আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি এজাহার দাখিল করে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএম/এসপি/নভেম্বর ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test