E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

২০১৭ ডিসেম্বর ০৩ ১৭:০৭:৪৯
কেন্দুয়ায় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, ওরা আমাদের সম্পদ। ওদেরকে সুশিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে কাজে লাগাতে হবে, পরিণত করতে হবে মানব সম্পদে।  এ দাবীতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী  বিদ্যালয়ের উদ্যোগে রবিবার দুপুরে ২৬ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুকতাদিরুল আহমেদ।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ ইমদাদুল হক ও কেন্দুয়া থানা ওসি’র প্রতিনিধি এসআই মোশাররফ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষিকা সুলতানা পারভীন পপি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিুরজ্জামান সোহেল ও সদস্য এমদাদুল হক সবুজ।

মনিরুজ্জামান সোহেল জানান, ২০১৬ সালে সান্দিকোনা ইউনিয়নে ডাউকী গ্রামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। এতে আটজন শিক্ষক শিক্ষিকা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রতিবন্ধী শিশুদের পাঠদান করাচ্ছেন। শতাধিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ভর্তি হলেও ৫০-৬০ জন নিয়মিত ক্লাস করেছে। তবে এদের মধ্য থেকে মাত্র পাঁচজন ছাত্র-ছাত্রী প্রতিবন্ধী ভাতা পাচ্ছে বলে সমাজ কল্যাণ বিভাগ সূত্রে জানায়। আলোচনা সভায় এই বিদ্যালয়টিকে জাতীয়করণ সহ সকল প্রতিবন্ধীদেরকে ভাতার আওতায় আনার দাবি তোলা হয়।

(বিএম/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test