E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না’ 

২০১৭ ডিসেম্বর ০৫ ১৯:৩২:৫১
‘ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না’ 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ আইনজীবি সমিতির সভাপতি, ঢাকা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: সাইদুর রহমান মানিক বলেছেন, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা, তারা পবিত্র ধর্ম ইসলামের প্রধান শত্রু, দেশ ও জাতির শত্রু এবং এদেশের স্বাধীনতার শত্রু।

তিনি বলেন, পবিত্র ধর্ম ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকান্ড পরিচালনা করে, যারা মসজিদে বোমা ফেলে ধর্মপ্রাণ মুসলমানদের হত্যা করে, তারা ইসলামের অনুসারী হতে পারে না।

তারা ইসলাম তথা সকল মানুষের প্রধান শত্রু। সাইদুর রহমান মানিক আরো বলেন, পবিত্র কুরআন শরীফের সূরা আরবের ৮ থেকে ১৩ নং পৃষ্ঠায় উল্লেখ্য আছে কোন প্রকৃত মুসলমান যদি অন্য কোন ব্যক্তিকে আঘাত করে বা কষ্ট দেয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি প্রকৃত মুসলমান থেকে খারিজ হয়ে যান।

মঙ্গলবার বিকালে কেন্দুয়া উপজেলার কাউরাট নূরীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফছিরুল কুরআন মাহফিলে তিনি বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

মুফতি মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল বাসেত খান।

এ মাহফিলে অংশগ্রহণ করেন কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতশত ধর্মপ্রাণ মুসলিম নরনারী। নারীদের জন্য আলাদা বসার তাবুও তৈরী করা হয়। অনুষ্ঠানে মো: সাইদুর মানিকের সফর সঙ্গী ছিলেন, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি, গন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, বৃহত্তর ময়মনসিংহ আইনজীবি কল্যাণ সমিতির সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট শাহরিয়ার কবির, আওয়ালীগ নেতা আব্দুল হান্নান আজাদ, নওপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুন রানা খান পাঠান ও দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠান প্রমুখ।

মো: সাইদুর রহমান মানিক মাদ্রসার উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test