E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে দোকানের দেয়াল ভেঙ্গে চুরি

২০১৭ ডিসেম্বর ৩১ ১৭:০৪:১৬
গৌরীপুরে দোকানের দেয়াল ভেঙ্গে চুরি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে শুক্রবার দিবাগত রাতে একটি ইলেক্ট্রনিক্সের দোকানের পাকা দেয়াল ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। বাজারটিতে রাতে নিয়মিত পাহাড়াদার ও টহল ব্যবস্থা না থাকায় গত নয় মাসে প্রায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের পিছনের দিক অরক্ষিত থাকায় সেদিক দিয়েই চুরিগুলো সংগঠিত হচ্ছে। চুরির ঘটনায় ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতি হলেও ভুক্তভোগীরা আইনি জটিলতার কারণে কেউ মামলা করেনি। ফলে চোরের দল বেপরোয়া হয়ে দ্বিগুণ উৎ্সাহে চুরি করে যাচ্ছে। ব্যবসায়ী আশরাফুল হক বলেন, গত শুক্রবার রাতে দুবৃর্ত্তরা তাঁর প্রতিষ্ঠানের পিছনের অংশের পাকা দেয়াল ভেঙে নগদ টাকা, মালামাল ও হিসাবের খাতা চুরি করে নিয়ে যায়। তাঁর ধারণা বাকির খাতা লুট করতেই দুবৃর্ত্তরা এই ঘটনা ঘটিয়েছে। কারণ খাতায় গ্রাহকদের সাথে প্রায় ২০ লক্ষ টাকার হিসাব-নিকাশ রয়েছে।

উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিেিলামিটার দূরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশেই গড়ে উঠেছে কলতাপাড়া বাজার। শিল্প-কারখানা সমৃদ্ধ গুরুত্বপূর্ণ এই বাজারটিতে স্কুল, কলেজ, ব্যাংক, এনজিও, ফ্যাক্টরি সহ ছোট-বড় প্রায় দুই শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলেও এখানে রাতের নিরাপত্তার জন্য কোনো পাহাড়াদার কিংবা টহল ব্যবস্থা নেই। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হচ্ছে।

বাজারের ব্যবসায়ী ওবায়দুল্লাহ দোকানের বৈদ্যুতি মিটার, ব্যবসায়ী সাইদুল ইসলামের আতœীয়-স্বজনের ৬/৭টি দোকানে চুরি সংগঠিত হয়েছে।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, কলতাপাড়াবাজার কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় বাজারের নিরাপত্তা ব্যবস্থার এই বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বাজারের নিরাপত্তা ব্যবস্থা ও বাজার কমিটি গঠনের জন্য আমি একাধিকবার উদ্যোগ নিলেও ব্যবসায়ীকদের ঐক্যবদ্ধ মনোভাব না থাকায় সেটা করতে পারিনি। তবে আবারো উদ্যোগ নেওয়া হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মদ বলেন, শুক্রবার রাতে কলতাপাড়া বাজারে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি বাজারের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার জন্য রাতে পুলিশ টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test