E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমিমন্ত্রীর নিজ উদ্যোগে ঈশ্বরদীতে ১৫ হাজার কম্বল বিতরণ 

২০১৮ জানুয়ারি ০৫ ১৭:০৬:৩০
ভূমিমন্ত্রীর নিজ উদ্যোগে ঈশ্বরদীতে ১৫ হাজার কম্বল বিতরণ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. শুক্রবার নিজ উদ্যোগে ঈশ্বরদী শহরের ঈদগাহ মাঠে শীতার্ত দরিদ্রদের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করেছেন।

কম্বল বিতরণকালে মন্ত্রী বলেন, দরিদ্র মানুষ শীতে কাবু থাকবে তা হয় না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি সেক্টরকে নির্দেশ দিয়েছেন, শীতে গরম কাপড়ের জন্য কোন মানুষ যেন কাবু হয়ে না পড়েন। এসময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের জন্য কাপড় বিতরণের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন। মন্ত্রী শারীরিক প্রতিবন্ধী, বৃদ্ধ, দুঃস্থ মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া এলাকার এতিমখানা, মাদ্রাসা ছাত্রছাত্রী ও দরিদ্র মানুষের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করেন।

এসময় পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা জেলা পুলিশ সুপার জিয়াদুল কবীর, পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, সমাজসেবক কামরুন্নাহার শরীফ, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সহকারী কমিশনার শিমুল আক্তার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, শ্রমিক নেতা রশিদুল্লাহ, পাবনা জজ কোর্টের পিপি মুক্তার হোসেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক মো. হাশেম, বণিক সমিতির সভাপতি ইউনুছ আলী মিন্টু, তারা মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test