E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫ম বর্ষ উদযাপন

২০১৮ জানুয়ারি ০৯ ১৭:৫২:৪৮
গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫ম বর্ষ উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৫ম বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গৌরীপুর উপজেলার জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অংশগ্রহনে বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‌্যালিটি গৌরীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।

সৈয়দ আবু সাঈদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা লুৎফুন নাহারের সভাপতিত্বে ভিটারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম ভূঞা মুকুলের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন, গৌরীপুর পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক নওয়াব উদ্দিন, জাহানারা হামিদ, জুলহাস উদ্দিন, শামীমা বেগম, মোঃ ইমাম হোসেন, হারুন অর-রশিদ, আবুল কালাম, আব্দুল খালেক, আবুল বাশার প্রমুখ।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি এক আদেশে একই সঙ্গে ২৬হাজার ১৯৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।

(এসআইএম/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test