E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী নির্যাতনকারী ছাত্রলীগ নেতা নাসিরকে গ্রেফতারে তৎপর পুলিশ 

২০১৮ জানুয়ারি ৩০ ১৭:১২:০৬
নারী নির্যাতনকারী ছাত্রলীগ নেতা নাসিরকে গ্রেফতারে তৎপর পুলিশ 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য ও পুলিশের কথিত সোর্স পরিচয়দানকারি কালিগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীনকে গ্রেফতারের জন্য পুলিশ চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে। তার সন্ধান দেওয়ার জন্য মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক ফণিভুষণ সরকার সকলের সহযোগিতা কামনা করেছেন।

উপপরিদর্শক ফণিভূষণ সরকার জানান, ২০১৭ সালের পহেলা জানুয়ারি শ্যামনগর উপজেলার চণ্ডিপুর গ্রামের মাছুরা খাতুনকে দু’ লাখ টাকা কাবিনে বিয়ে করে কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের বাশারত আলীর ছেলে ছাত্রলীগ নেতা নাসিরউদ্দিন। বিয়ের পর গর্ভস্ত প্রথম সন্তানকে নষ্ট করাতে বাধ্য করে নাসির।

পরবর্তীতে নাসির অন্য একটি মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। স্ত্রী মাছুরা দ্বিতীয়বার সন্তানসম্ভভা হওয়ার বিষয়টি জানতে পেরে নাসির তার উপর আবারো নির্যাতন শুরু করে। একপর্যায়ে দু লাখ টাকা দিতে হবে নইলে বিয়ের কথা অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি মাছুরা সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের অবহিত করে।

এ সংক্রান্ত প্রতিবেদন কয়েকটি পত্রিকায় ছাপা হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাসির আবারো মাছুরার সঙ্গে যোগাযোগ করে তার বাসায় এসে শারীরিক নির্যাতন চালায়। বাধ্য হয়ে মাছুরা গত শুক্রবার নাসির, শ্বশুর বাসারত,শ্বাশুড়ি নুরুন্নাহার ও দেবর মোহন সরদারের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। শনিবার পুলিশ নুরুন্নাহারকে গ্রেফতার করে।

ফণীভূষণ জানান, আট মাসের অন্তঃস্বত্বা মাছুরাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তার সন্ধানে সব ধরনের পথ খোলা রাখা হয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test