E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় বাস মালিককে মারপিট, বাস চলাচল বন্ধ

২০১৮ জানুয়ারি ৩১ ১৮:১৯:১৩
সাতক্ষীরায় বাস মালিককে মারপিট, বাস চলাচল বন্ধ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা বাস মিনিবাস, কোষ্টার ও মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ করতে যেয়ে লাঞ্ছিত হয়েছেন এক সাবেক নেতা। বুধবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

এদিকে বাস মালিক সমিতির সদস্য শেখ জামালউদ্দিন লাঞ্ছিত হয়েছেন এমন খবর পেয়ে অফিস থেকে বের হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সময় সাইফুল করিম সাবু সমর্থক ও আবু আহম্মেদ সমর্থকদের মধ্যে ধস্তাধ্বস্তির পর শ্রমিকরা সাতক্ষীরার সকল রুটে বন্ধ করে দেয়।

সাতক্ষীরা বাস মিনিবাস, কোষ্টার ও মাইক্রোবাস পরিবহন মালিক সমিতির কয়েকজন সদস্য জানান, মঙ্গলবার শ্রমিক নেতা সাইফুল করিম সাবু বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন বলে শেখ জামালউদ্দিন বাস টার্মিনাল এলাকায় ছড়িয়ে দেন। বুধবার সকাল ১০ টার দিকে সাইফুল করিম সাবু মালিক সমিতির অফিসে এলে সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ তাকে অবহিত করেন। ঘটনাটি মিথ্যা বলে অফিস থেকে বের হয়ে বাস টার্মিনাল সংলগ্ন মেইন রাস্তার পাশে সেলুনের সামনে দাঁড়িয়ে থাকা শেখ জামালউদ্দিনের কাছে জবাব চান সাইফুল করিমসাবু। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

তারা আরো জানান, এ ঘটনার পর সাইফুল করিম সাবু মালিক সমিতির সাধারণ সম্পাদকের অফিসে এসে গত বছরের ৫ ডিসেম্বর নির্বাচন করা নিয়ে খুলনার যুগ্ম শ্রম কমিশনার মিজানুর রহমানের গত বছরের ৩১ অক্টোবর নির্বাচন সংক্রান্ত চিঠির বিরুদ্ধে বাস মালিক সমিতির সদস্য কুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আসাদুল হকের রিট পিটিশনটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে গেছে এমন আদেশ সংক্রান্ত একটি চিঠি গোলাম মোর্শেদকে দেখাচ্ছিলেন। এ সময় সভাপতি আবু আহম্মেদ তার অফিস থেকে বের হয়ে সাইফুল করিম সাবু কেন জামালউদ্দিনের গায়ে হাত দিল তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন।

এ সময় সাবু সমর্থক ও আবু আহম্মেদ সমর্থক জাহাঙ্গীর, আক্তার হোসেন, মিজানুর রহমান, ছুঁটে এলে উভয় পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে পরিবহন শ্রমিকরা সাতক্ষীরার আটটি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি গোলাম মোর্শেদ পুলিশকে অবহিত করলে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পর আবার বাস চলাচল শুরু হয়। তবে শেখ জামালউদ্দিন নয় সদস্য বাস মালিক সমিতির কোন সদস্য নন বলে জানান তারা।
তবে সাতক্ষীরা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামালউদ্দিন জানান, তাকে অহেতুক লাঞ্ছিত করেছেন সাইফুল করিম সাবু।

বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ জানান, বুধবার দুপুরে বিনা কারণে শেখ জামালউদ্দিনকে মারপিট করেন মালিক সমিতির সাবেক সভাপতি সাইফুল করিম সাবু। এ ঘটনায় সাধারণ মালিক শ্রমিকদের মধ্যে তীব্র উত্তজনা ছড়িয়ে পড়ে। এ সময় মারামারিতে আরও আহত হন আকতার হোসেন, মিজানুর রহমান ও ডাবলুসহ বেশ কয়েকজন শ্রমিক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, উভয়পক্ষের হাতাহাতির খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । দুপুর দু’ টোর দিকে বাস চলাচল আবারো শুরু হয়।

(আরকে/এসপি/জানুয়ারি ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test