E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি সমর্থককে তুলে এনে মামলা, মোটা টাকায় বিএনপি কর্মীকে মুক্তি!

২০১৮ ফেব্রুয়ারি ০১ ১৬:০৮:২২
বিএনপি সমর্থককে তুলে এনে মামলা, মোটা টাকায় বিএনপি কর্মীকে মুক্তি!

সাতক্ষীরা প্রতিনিধি : এক অসুস্থ বিএনপি সমর্থককে গভীর রাতে বাড়ি থেকে তুলে এনে নাশকতা সৃষ্টির পরিকল্পার মামলায় চালান দিয়েছে ডিবি পুলিশ। অপরদিকে চোরাচালানি বিএনপি কর্মীকে ধরে এনে ১২ ঘণ্টা পর লাখ টাকার সুবিধা নিয়ে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের শেখ মামুন হোসেন জানান, তার বাবা বিএনপি সমর্থক সিরাজুল শেখে একজন ডায়াবেটিকস ও কিডনি রোগে আক্রান্ত রোগি। কয়েকদিন আগে পাসপোর্টে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তার আবারো কোলকাতার ডাক্তারের কাছে যাওয়ার কথা। গ্রেফতারি পরোয়ানা আছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার বাবা সিরাজুল শেখকে (৫০) ডিবি পুলিশের পরিদর্শক হারান পাল ও উপপরিদর্শক শাহীন হোসেন আটক করে তাদের অফিসে নিয়ে আসেন।

বুধবার সকালে ডিবি পুলিশ অফিসে এলে তার বিরুদ্ধে ৮/১০টি মামলা আছে তাই ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন পরিদর্শক হারান পাল। ঢাকার একটি ট্যাবলেট পত্রিকার স্থানীয় একজন বড়মাপের সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বুধবার সকাল পৌনে ছয়টায় সদর উপজেলার আগরদাঁড়ি মাদ্রাসার মাঠে বাংলাদেশের সার্বভৌমত্ব, প্রতিরক্ষাকে ক্ষতিগ্রস্ত, বর্তমান সরকারের গণমুখী কার্যক্রমের বিরুদ্ধে অপপ্রচার ও সরকার বিরোধী বিভিন্ন অর্ন্তঘাত মূলক কর্মকাণ্ড করার ষড়যন্ত্র করার অভিযোগে সদর থানার উপপরিদর্শক শ্যামপদ রায় এর দায়েরকৃত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) মামলায়(জিআর-৭৫ সদর) গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সিরাজুলের বিরুদ্ধে ২০১৪ সালে পুলিশ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান বলে জানান মামুন।

এদিকে সদর উপজেলার ভাড়–খালি গ্রামের সালাউদ্দিন ও সামছুদ্দিন কারিকর জানান, তাদের গ্রামের আব্দুল ওহাবের ছেলে সাজু (৩৭) একজন কুখ্যাত মাদক ও নারী পাচারকারি। বর্তমানে সে খাটালের গরু ব্যবসার আড়ালে তার পাচার চক্র সক্রিয় রেখেছে।

১৯১৩ সালের ২৮ ফেব্রুয়ারি পরবর্তী সময়ে সে জামায়াত ও বিএনপি’র সংগঠনকে চাঙ্গা করার জন্য টাকা ব্যয় করে। বর্তমানে সে আরো বেশি সক্রিয়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে শ্যামনগরগামি পরিবহনে বাকাল চেকপোষ্টে নামার পর রউফ চেয়ারম্যানের প্রেট্রোল পাম্পের সামনে থেকে সাজুকে ডিবি পুলিশের উপপরিদর্শক মাহাবুবর রহমান আটক করেন। দুপুর একটার দিকে গোবিন্দকাটির সিরাজুল শেখকে গ্রেফতারের পরিকল্পনাকারি ঢাকার ট্যাবলেট পত্রিকার ওই সাংবাদিক মোটা অংকের টাকা দিয়ে ডিবি পুলিশকে ম্যানেজ করে সাজুকে কয়েকজন সাংবাদিকের সামনে দিয়ে ছাড়িয়ে নিয়ে বুক ফুলিয়ে চলে যান ।

জানতে চাইলে ডিবি পুলিশের পরিদর্শক হারান পাল সাজুকে বাকাল রউফ সাহেবের প্রেট্রোল পাম্পের সামনে থেকে ও সিরাজুলকে বাড়ি থেকে ধরে আনার কথা অস্বীকার না করেই বলেন, তার বিরুদ্ধে ৮/১০টি মামলা আছে। সিরাজুলের বিরুদ্ধে মামলার সংখ্যাটি এক সাংবাদিকের কাছ থেকে তথ্য পেয়েছেন বলে জানান তিনি।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আলী আহম্মেদ হাশেমী টাকার বিনিময়ে সাজুকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সাজুর বিরুদ্ধে অভিযোগ থাকলেও সে পুলিশের একটি বড় ধরণের কাজ করে দেবে এমন শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার নির্দেশে সিরাজুল শেখকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার নির্দেশে ডিবি পুলিশ থেকে যেভাবে ফরোয়ার্ডিং এসেছে সে ভাবেই সিরাজুলকে ৭৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ না থাকলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test