E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪২, চার কক্ষ পরিদর্শক বহিষ্কার

২০১৮ ফেব্রুয়ারি ০১ ১৭:৫৮:০১
সাতক্ষীরায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৪২, চার কক্ষ পরিদর্শক বহিষ্কার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ১৪২ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষা কক্ষে শৈথিল্য প্রদর্শনের অভিযোগে চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। 

সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলার ৪১টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ২৬ হাজার ৩১৩জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিন এসএসসির ৬৭জন, এসএসসি ভোকেশনালের ৭জন ও দাখিলের ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এদিকে জেলার তালা উপজেলার তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা কক্ষে শৈথিল্য প্রদর্শনের অভিযোগে চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমারেশ চন্দ্র বসু, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন খাতুন, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রনব কুমার ঘোষ ও রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত কুমার রায়।

তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরপদ নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test