E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালায় এক বস্তা নকল উদ্ধার, চার পরীক্ষার্থী বহিষ্কার

২০১৮ ফেব্রুয়ারি ০৩ ১৯:০৫:৩৪
তালায় এক বস্তা নকল উদ্ধার, চার পরীক্ষার্থী বহিষ্কার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার সাতক্ষীরার তালা উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা ও শহীদ আলী আহম্মেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক বস্তা নকল উদ্ধার করা হয়েছে। এ সময় বহিষ্কার করা হয়েছে চারজন আরবী প্রথম পর্ব পরীক্ষার্থীকে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন জানান, তালা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের একপর্যায়ে যখন তালা আলিয়া মাদ্রাসা ও শহীদ আলী আহম্মেদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে যান তখন সেখান থেকে এক বস্তা আরবী পরীক্ষার নকল উদ্ধার করেন। এ সময় চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে তালা বিদে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নকলে সহায়তা করার দায়ে চারজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test