E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

২০১৮ মার্চ ০১ ১৮:১০:৫২
নওগাঁয় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নওগাঁ প্রতিনিধি : কর্তব্যকালীন আত্ম উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন আলোচনা সভা ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রীর তুলে দেয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। 

এদিন সকালে নওগাঁ পুলিশ লাইনস থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। পরে পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার ইকবাল হোসেন। সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পুলিশ লাইন্স ড্রিল সেডে কর্তব্য কালীন আত্ম উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে স্মৃতিচারনমুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, পত্নীতলা সার্কেলের তারেক জোবায়ের, মহাদেবপুর সার্কেলের আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিএসবি ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল হক, আব্দুল কাদের ও মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পুলিশ সুপার নওগাঁ জেলায় বসবাসরত ১০ জন শহীদ পুলিশ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন। তারা হলেন, ধামইরহাট থানার মৃত কন্সটেবল নিরেন পাহানের পক্ষে তার পিতা হরি পাহান, নওগাঁ সদরের মৃত এস,আই মতিউর রহমানের পক্ষে স্ত্রী রুবিনা পারভীন, মৃত কন্সষ্টেবল আব্দুস সাত্তারের স্ত্রী সালমা বেওয়া, মৃত কন্সষ্টেবল শামীম হোসেনের পক্ষে স্ত্রী রুমা বানু, মৃত পুলিশ পরিদর্শক নিরস্ত্র বেলাল হোসেনের পক্ষে স্ত্রী মাকসুদা খানম, মৃত এস,আই নিরস্ত্র আব্দুল বোখারীরর পক্ষে স্ত্রী আশা আকতার, মান্দা থানার মৃত কন্সষ্টেবল উৎপল চন্দ্র সরকারের পক্ষে পিতা নিরাঞ্জন চন্দ্র সরকার, মৃত কন্সষ্টেবল শ্যামাচরন দাসের পক্ষে স্ত্রী মায়া রানী দাস, মহাদেবপুর থানার মৃত এ,এস,আই আব্দুল হামিদের স্ত্রী মাকসুদা বেগম, বদলগাছী থানার মৃত কন্সষ্টেবল আরিফুল ইসলামের পক্ষে স্ত্রী রিমা খাতুন।

পরে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন পদের ১০ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান এবং পিআরএল ভুক্ত ৫ সদস্যকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সকল থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ফোর্সসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/মার্চ ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test