E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে আঞ্চলিক কর্মশালা

২০২৪ এপ্রিল ২৭ ১৪:১০:৫০
দিনাজপুরে ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে আঞ্চলিক কর্মশালা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে 'ফ্যাসিবিলিটি স্টাডি ফর ফরেস্ট ইকো সিস্টেম কনজারভেশন এন্ড ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট' এর আঞ্চলিক কর্মশালা ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর দীঘি রেস্ট হাউজ চত্বরে রংপুর রিজন এর প্রকল্পের সহায়তায় দিনাজপুর সামাজিক বন বিভাগের আয়োজনে দিনব্যাপী একর্মশালা অনুষ্ঠিত হয়।

একর্মশালার উদ্বোধন করেন,দিনাজপুর সামাজিক বন বিভাগের বভিগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুন। ধর্মপুর বিউটি অফিসার মোঃ মহসীন আলীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরন্নাহার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দিনাজপুর জেলার যুব উন্নয়ন কর্মকর্তা রওনাকুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল-মামুন, দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরজ উল্লাহ , সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ আলমগীর কবির, সদর ফরেস্ট রেঞ্জার মোঃ মান্নান হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

আলোচনায় বক্তারা বলেন, 'জীব বৈচিত্রকে বেঁচে থাকার জন্য মাটির উর্বরতা বৃদ্ধি করতে হবে। এই প্রজেক্টের মাধ্যমে গ্রেটার দিনাজপুর অর্থাৎ তিনটি জেলাকে পঞ্চগর. ঠাঁকুরগাও ও দিনাজপুরকে ২৫% বৃক্ষ আচ্ছাদন গড়ে তুলতে হবে। বনে ও বনের বাহিরে বৃক্ষ আচ্ছাদনের পরিমান বৃদ্ধি করতে হবে। ইকো ট্যুরিজম পর্যটনের একটি রুপ যা দায়িত্বপূর্ণ ভ্রমন হিসাবে বিপনন করা হয়। প্রাকৃতিক এলাকা পরিবেশ সংরক্ষন এর স্থানীয় জনগনের মঙ্গল উন্নত করা। এই অঞ্চলে ইকো ট্যুরিজম উন্নয়ন ঘটাতে পারলে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। বেকার সমস্যা সমাধান হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।'

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বনকর্মকর্তা,গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।

(এসএএস/এএস/এপ্রিল ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test