E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেমের টানে অজানার উদ্দেশ্যে আদিবাসী তরুণ-তরুণী

২০১৮ মার্চ ০২ ১৬:২৩:০৭
প্রেমের টানে অজানার উদ্দেশ্যে আদিবাসী তরুণ-তরুণী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় কিশোরীর অমতে অন্যত্র বিয়ে ঠিক করায় পরিবারের অজান্তে প্রেমিক কিশোরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক কিশোরী প্রেমিকা। ঘটনাটি জানাজানির পর গ্রামের লোকজনের মাঝে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আলোচিত এ কিশোর-কিশোরীর প্রেমের ঘটনাটি ঘটেছে জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া আদিবাসী পল্লীতে।

স্থানীয় গ্রামবাসী জানায়, চৌমাশিয়া আদিবাসী পল্লীর নিরেন পাহানের কিশোরী মেয়ে আশা পাহান (১৫) ও একই গ্রামের মনুবালা পাহানের কিশোর ছেলে পরিমল পাহান (১৭) এর মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কটি কিশোরী আশা পাহানের পরিবার জানতে পেরে তরিঘড়ি করে ধামরহাট উপজেলার বস্তাবর আদিবাসি পলøীর এক ছেলের সাথে কিশোরী আশার বিয়ের দিন ধার্য করেন আগামী ২৯ ফাল্গুন। এমনকি বিয়ের দিন ধার্য করার পাশাপাশি কিশোরী আশা পাহানের পিতা নিরেন পাহান হবু জামাইয়ের হাতে বিয়ের খরচ বাবদ নগদ ২২ হাজার টাকাও তুলে দিয়েছেন। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অজান্তে কিশোরী প্রেমিকা আশা পাহান ও কিশোর প্রেমিক পরিমল পাহান প্রেমের টানে পরিবার, বাড়ি ও গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

সংবাদ সংগ্রহকালে শুক্রবার দুপুর পর্যন্ত পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ব্যাপকভাবে খোঁজ-খবর নিয়ে ওই প্রেমিক জুটিকে উদ্ধার করতে পারেনি বলে গ্রামের কয়েকজন নিশ্চিত করেছেন।

(বিএম/এসপি/মার্চ ০২, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test