E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় চেয়ারম্যানদের নিউজের চ্যালেঞ্জ!

২০১৮ মার্চ ০৪ ১৫:৩৭:১০
গলাচিপায় চেয়ারম্যানদের নিউজের চ্যালেঞ্জ!

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : একটি অভিযোগও সত্য নয় ! গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিউজের চ্যালেঞ্জ। গলাচিপায় সম্ভাব্য প্রার্থীতার আড়ালে কেউ কেউ এলাকার সুস্থ ধারার রাজনীতি ও উন্নয়নকে ব্যাহত করার অপচেষ্টা করছে।

গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান এক সময় বিএনপি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৮ সালের পরে গলাচিপা উপজেলা আওয়ামীলীগের রাজনৈতিক অস্থিরতার সুযোগে আ’লীগে অনুপ্রবেশ করেন এবং চাতুর্যের সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান নির্বাচিত হন।

মতিউর রহমান একজন প্রধান শিক্ষক। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তিনি স্কুলের বেতন এবং উপজেলা পরিষদ থেকেও বেতন উত্তলন করেন। এ নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি খালিদুল ইসলাম স্বপন তাকে যেকোন এক জায়গা থেকে বেতন নিতে বল্লে স্বপনের সাথে বিরোধের সূত্রপাত সৃষ্টি হয়। মতিউর রহমান মূলত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। অতএব তার উদ্বৃতি দিয়ে যা বলা হয়েছে তা একই উদ্দেশ্যে। বিএনপি-জামায়াত-শিবিরকে পুনর্বাসিত করার চেষ্টা করছে।

অপরাজনীতিকরা দলে ঢোকার চেষ্টা করছে। আইনশৃঙ্খলার অবণতি করার চেষ্টা করছে। এমনকি সৎ পরিচ্ছন্ন রাজনীতিকদের চরিত্র হনন করা হচ্ছে। আর এসব কাজে মিডিয়াকে ব্যবহারেরও চেষ্টা চলছে। গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ । শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের কার্যালয় এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন।

সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি আখম জাহাঙ্গীর হোসাইনকে নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিরূপ প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে গলাচিপা উপজেলা পরিষদের কার্যালয় এ সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মুঃ শামীম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবর রহমান প্যাদা, সরদার মুঃ শাহআলম, গলাচিপা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ট, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, দৈনিক নবচেতনা, বরিশাল অঞ্চল ও দৈনিক পটুয়াখালী সাথী পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস, উপজেলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা করেন, আখম জাহাঙ্গীর হোসাইন এমপির বিরুদ্ধে কেউ টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসসহ যে কোন অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারলে উপজেলা পরিষদসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানরা তাকে ত্যাগ করব।

চেয়ারম্যানবৃন্দ লিখিত বক্তব্যে জানান, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে দল থেকে বহিষ্কৃতরা মিডিয়াকে ব্যবহার করে খম জাহাঙ্গীর এমপির গায়ে কাঁদা লাগানোর অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে একটি পত্রিকাই কেবলমাত্র ওই বহিস্কৃতদের বক্তব্য ব্যবহার করে কোন ধরণের তথ্য প্রমাণ ছাড়া বারবার প্রতিবেদন প্রকাশ করছে, এর মাধ্যমে অপরাজনীতিকরা দলের ক্ষতি করছে। এ বিষয়ে মিডিয়াকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

(এসডি/এসপি/মার্চ ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test