E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের লোগো উম্মোচন

২০১৮ মার্চ ০৭ ১৫:৩৮:৩৩
বাউফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের লোগো উম্মোচন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : হাজারোর্ধ স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে লোগো উম্মোচন করা হয়েছে পটুয়াখালীর বাউফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (English Language Club)। 

আজ (০৭ মার্চ, বুধবার ) সকালে উপজেলা চত্বরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে ক্লাবের লোগো উম্মোচন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ। উপজেলা চত্বরে তিন দিনের বিজ্ঞান অলিম্পিয়াড আসা বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরসহ সুধি জনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিফ হুইপ লোগো উম্মোচন করে ক্লাবের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, সদস্য ফর্ম বিতরণ, অনুষ্ঠানে কমিটি পরিচিতি, লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন ও সুধীজনের মতামতসহ Spelling bee competition, Debate competition, Poem recitation, Speech competition, general Knowledge competition এরমাধ্যমে যাত্রা শুরু করে ক্লাবটি।

গ্রামের ছেলেমেয়দের ইংরেজি ভীতি দূর করতে ক্লাব নিয়মিত ডিবেটিং, সভা-সেমিনার ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে। ইংরেজিতে সবার আগ্রহ সৃষ্টি করতে ইস্পিকিং কোর্স, আইএলটিএসসহ নানা ধরণের প্রশিক্ষণেরও ব্যাবস্থা করবে ক্লাবটি।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল আলম মিয়া, সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আবু সুফিয়ান, প্রবীন শিক্ষক এওয়াইএম কামারুজ্জাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএবি/এসপি/মার্চ ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test