E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি 

২০১৮ মার্চ ১০ ১৮:২৬:৫৮
গলাচিপায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি 

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস - ২০১৮ পালিত হয়।

শনিবার সকালে এক বর্নাঢ্য র‌্যালি মিছিল অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা প্রশাসন চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। গলাচিপা-দশমিনা চার চার বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী জননেতা আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন প্রধান অতিথি হিসাবে র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন।

এছাড়া র‌্যালিতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট এর উপজেলা টিম লিডার ও সেচ্ছাসেবক সদস্যদের সমন্বয়ে র‌্যালিটি বের করা হয়। পরে উপজেলা দরবার হলে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। বিশেষ অতিথিদ্বয় হিসাবে উপস্থিত ছিলেন, আ’লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, আ’লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান প্যাদা, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এমপি মহোদয়ে বিশেষ সহকারি এ্যাড. সঞ্জয় কুমার দাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারাণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, দৈনিক নবচেতনা ও দৈনিক বরিশাল অঞ্চলের গলাচিপা উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাস।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিপি সহকারী পরিচালক গলাচিপা, এ,কে,এম মাহতাবুল বারী, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে নানাবিধ সামূদ্রীক ঘূর্নিঝড় ও দূর্যোগে ব্যাপক ক্ষতির উপলদ্বি করতে পেরে তিনি দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দুর্যোগকে চ্যালেঞ্জ মোকাবেলায় যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তা বিশ্বে সমাদৃত। তাই দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে দুর্যোগ বিষয়ে প্রস্তুতি সহ জন-সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান।

এছাড়া মানব সৃষ্টির প্রকৃতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করার কারনে দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ মোকাবেলায় বেশি করে বনায়ন ও বর্জপাতের হাত থেকে মানব সম্পদ রক্ষা করার জন্য বেশি করে তাল গাছ রোপন করার প্রতি গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অুনষ্ঠিত হয়।

(এসডি/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test