E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় অপরিপক্ক আম জব্দ, দুই ব্যবসায়িকে জরিমানা

২০২৪ মে ০৭ ১৩:৩৪:৩০
সাতক্ষীরায় অপরিপক্ক আম জব্দ, দুই ব্যবসায়িকে জরিমানা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের পারকুখরালি ও কাটিয়া এলাকা থেকে বৃষ্টি চলাকালিন সময়ে ২০ মে. টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৯টা থেকে ১০ টার মধ্যে বৃষ্টি চলাকালিন শহরের পারকুখরালি এলাকার আম ব্যবসায়ি আব্দুল ওয়াদুদের চেলে ইউসুফ আলী ও কাটিয়া এলাকার মুজিবর রহমানের ছেলে আবু বক্কর ছিদ্দিকের গুদামে অভিযান চালানো হয়।

এ সময় ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুটি ট্রাক ভর্তি ২০ মে.টন আম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ইউসুফ আলী ও আবু বক্কর ছিদ্দিককে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। চালক আজিজুল ইসলামকে ২০০০ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট প্রকাশ্য নিলামের মাধ্যমে ৯০টাকা দরে মোট ৭৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি করা হয়। এছাড়া আটককৃত ট্রাক দুটি সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ৮৩২ ক্যারেটের ২০ মে.টন আম বুলডোজার দিয়ে নষ্ট করা হয়।

(আরকে/এএস/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test