E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে চর দখল নিয়ে সংঘর্ষে আহত ৫

২০১৮ মার্চ ২৪ ১৭:৫৫:৫৬
বাগেরহাটে চর দখল নিয়ে সংঘর্ষে আহত ৫

বাগেরহাট ও শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলার চরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাবিব ফরাজী (৬০), ইদ্রিস ফরাজী (৫০) এবং প্রতিপক্ষের সৈজদ্দিন হাওলাদার (৫৫), রিপন হাওলাদার (৩০) ও মিরাজ হাওলাদার (২৭)।

এদের মধ্যে গুরুতর জখম হাবিব, ইদ্রিস ও সৈজদ্দিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, সুন্দরবনের ভোলা নদী ভারট হওয়া চরে আগের দিন শুক্রবার হাবিব গ্রুপ ঘর তোলে। কিন্তু ওই চরের জমি সৈজদ্দিন গ্রুপ নিজেদের দাবি করে শনিবার সকালে লোকজন নিয়ে দখল করতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৫ জন আহত হয়।

সাউথখালী ইউপি সদস্য মো. ডালিম হাওলাদার জানান, চরের জমি হাবিব ফরাজীদের মূল জমির মাথায় হওয়ায় তারা ভোগ দখল করে আসছে। ওই জমি সৈজদ্দিনরা ও দাবি করছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি।

শরণখোলা থানার ভাপপ্রাপ্ত মো. কবিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসএকে/এসপি/মার্চ ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test