E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে গ্রাম আদালত সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময়

২০১৮ এপ্রিল ১৭ ১৭:৫০:৫৪
বাগেরহাটে গ্রাম আদালত সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেখ আহসানুল করিম, বাগেরহাট : গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বাগেরহাটে সাবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। 

বাগেরহাটে স্থানীয় সরকারের উপ পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, টিভি চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালের ৪০জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

মতবিনিয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন উল হাসান, ইউএনডিপি’র কমিউনিকেশনস ও আউটরিচ স্পেশালিস্ট অপর্ণা ঘোষ, গ্রাম আদালতের জেলা ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, প্রবীন সাংবাদিক এবিএম মোশারফ হোসাইন, মো. মোজাফ্ফর হোসেন, মো. শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, বাবুল সরদার প্রমুখ বক্তব্য রাখেন।

(এসএকে/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test