E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের জমি ফেরত পেতে মানববন্ধন

২০১৮ এপ্রিল ৩০ ১৭:০১:০৮
বাগেরহাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের জমি ফেরত পেতে মানববন্ধন

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাটে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে ফেরত পেতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার সকালে বাগেরহাট-রামপাল সড়কের কাশিমপুরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাগেরহাট সদরের কাশেমপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়, কাশেমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পশ্চিমপাড়া জামে মসজিদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, কাশেমপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ফেরদৌসি, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেন, স্কুল দুটির প্রতিষ্ঠাতা মো. দেলদার হোসেন, সহকারি শিক্ষক জুলফিকর শেখ, মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে দখলকৃত জমি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের অনুকূলে ফিরিয়ে দিতে হবে। না দিলে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

কাশেমপুরে দুটির প্রতিষ্ঠাতা মো. দেলদার হোসেন জানান, একমাস পূর্বে বিদ্যালয়ের মালিকানাধীন একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হয়। পার্শ্ববর্তী জামাল ও কামাল হোসেন নামের দুই ব্যাক্তি ওই পুকুরের ১২ শতক জায়গা রাতারাতি দখল করে স্থাপনা গড়ে তুলেছে। স্কুলের নামে কবলা দলিল ও বেকর্ডীয় সূত্রে দখলকৃত জায়গাটি ৪০ বছর ধরে স্কুল কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

(এসএকে/এসপি/এপ্রিল ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test