E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় বিদ্যুতস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

২০১৮ মে ০৩ ১৬:২২:৫১
কলাপাড়ায় বিদ্যুতস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার আলীপুর গ্রামে বাসায় বিদ্যুতায়িত হয়ে মা জাকিয়া বেগম (৩৬) ও কোলে থাকা চার বছরের শিশু সন্তান সিয়ামের মমান্তিক মৃত্যু হয়েছে।

মা ও ভাইকে বাঁচাতে এসে বিদ্যুতায়িত হয়ে অপর ছেলে মো. রাজু (১৩) কে আশংকাজনক অবস্থায় কুয়াকাটার তুলাতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।

মহিপুর থানা পুলিশ মৃত মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৎস্য ব্যবসায়ী বশির হাওলাদারের স্ত্রী জাকিয়া গ্রামে ছেলেকে কোলে নিয়ে কাজের ঘরের বেড়ায় অসাবধানবশত হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হন। ঘরে ঢুকে ঘরের মেঝেতে মা ও ভাইকে পড়ে থাকতে দেখে সে তাঁদের ওঠানোর চেষ্টা করলে বিদ্যুতস্পৃস্ট হয়ে রাজু ও আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও ঘটনাস্থলে জাকিয়া ও শিশু সিয়াম মারা যায়।

স্থানীয়রা জানান, পাশ্ববর্তী বাসা থেকে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়েছেন। বিদ্যুতের তার ছিড়ে ঘরের বেড়ার সাথে লেগে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুতের কর্মীরা এ অবৈধ সংযোগের বিষয়ে অবগত এবং তাদের মাসোহারার বিনিময়ে এ সংযোগ চলঠিলো। এভাবে শতশত অবৈধ সংযোগ রয়েছে কুয়াকাটা,আলীপুর,মহিপুরসহ উপজেলার সর্বত্র।

মহিপুর পল্লী বিদ্যুত অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. আল অমিন জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। কিভাবে কার বাসা থেকে এ সংযোগ নেয়া হয়েছে তা দেখে বিস্তারিত জানাবেন।
মহিপুর থানার ওমি মো. মিজানুর রহমান জানান, পুলিশ মৃত মা ও ছেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(এমকেআর/এসপি/মে ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test