E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছুটি ছাড়া বিদেশ ভ্রমণে ইউপি সদস্য, ভোগান্তিতে সেবা প্রত্যাশিরা

২০২৪ এপ্রিল ৩০ ১৪:৪৮:৩০
ছুটি ছাড়া বিদেশ ভ্রমণে ইউপি সদস্য, ভোগান্তিতে সেবা প্রত্যাশিরা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং (সদর) কমলগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়া নিয়মনীতির তোয়াক্কা না করে বিনা ছুটিতে বিদেশ যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ সোলেমান হাসান।

সূত্রে জানা যায়, ইউপি সদস্য মো:ইসরাইল মিয়া সরকারি নিয়মনীতি না মেনে শুধু মাত্র ইউনিয়ন চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করে প্রায় সাত মাস পূর্বে যুক্তরাষ্ট্র ভ্রমণে যান। এর পর থেকে ওই ওয়ার্ডে নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতি না থাকায় বিফাকে পড়েছেন স্থানীয় সেবা প্রত্যাশিরা। জন্মনিবন্ধন সহ প্রয়োজনিয় কাজ করতে গিয়ে তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

তথ্য অনুযায়ী কোন প্রয়োজনে নির্বাচিত কোন ইউপি সদস্যকে বিদেশ যেতে হলে সরকারি বিধান মতে স্থানীয় প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কাছ থেকে লিখিত অনুমতি বা ছুটি নিতে হয়। কিন্তু ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়া সরকারি এ নিয়মনীতিকে তোয়াক্কা না করে প্রায় সাতমাস যাবৎ বিদেশে ভ্রমণে রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবা প্রত্যাশিরা অভিযোগ করে বলেন,স্থানীয় ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে ইউপি সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়। তার স্বাক্ষর ছাড়া ইউনিয়ন পরিষদে কোন কাজ করা যায়না। প্রয়োজনে স্থানীয়রাও কয়েকমাস যাবৎ তাঁকে খুজে পাচ্ছেন না। ফলে নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, মোঃ ইসরাইল মিয়া আমাকে একটি লিখিত আবেদন দিয়ে গেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জানান, আমি শুনেছি, তবে কেউ কোন লিখিত অভিযোগ দেননি। তিনি বলেন, কোন নির্বাচিত জনপ্রতিনিধি বিদেশ ভ্রমণে গেলে সাধারণত লিখিত অনুমতি নিতে হয়, এটাই বিধান।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ইউপি সদস্য মোঃ ইসরাইল মিয়ার ব্যবহৃত মোবাইল, হোয়াটসঅ্যাপ ও ইমোতে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

(একে/এএস/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test