E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় জিপিএ ৫ পেয়েছে ১১২ জন, শীর্ষে জয়হরি

২০১৮ মে ০৭ ১৭:১৩:৩৮
কেন্দুয়ায় জিপিএ ৫ পেয়েছে ১১২ জন, শীর্ষে জয়হরি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে ১৯ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১১২ জন ছাত্র-ছাত্রী জি.পি.এ ৫ পেয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন জানান, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৭ জন ছাত্র/ছাত্রী জি.পি.এ ৫ পেয়ে উপজেলায় শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ে জি.পি.এ ৫ পেয়েছে ১৭ জন।

তাছাড়া কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হাতে গড়া শহীদস্মৃতি বিদ্যাপীঠের ৯ জন ছাত্র-ছাত্রী জি.পি.এ ৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে উপজেলা সদরের বাইরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রথম অবস্থানে রয়েছে।

জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জুলফিকার হোসেন জানান, ১৬৫ পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন পাশ করেছে। এর মধ্যে জি.পি.এ ৫ পেয়েছে ৪৭ জন। পাশের হার ৯৭.৫৮%। তবে তিনি জানান, ওই বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরীক্ষা কেন্দ্র না থাকলে ফলাফল আরো অনেক ভাল হতো।

(এসবি/এসপি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test