E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় হত্যা মামালায় চার জনের মৃত্যুদণ্ড

২০১৮ মে ০৮ ১৫:৫০:৩৬
নেত্রকোনায় হত্যা মামালায় চার জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় মাইক্রোবাস চালককে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হাছেন আলী, মুন্না, আব্দুল মালেক ও সেলিম সরকার। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৩ সালের ১৬ জানুয়ারি নেত্রকোনা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলেমানকে যাত্রী সেজে আসামিরা নিয়ে যায়। পরে তাকে হত্যা করে মাইক্রোবাসটি ছিনতাই করে। ঘটনার পর গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে সোলেমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে একই বছরের ১৮ জানুয়ারি নিহতের ভাগিনা নুরুল আমীন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মার্চ চার্জশিট দাখিল করলে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

(ওএস/এসপি/মে ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test