E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৮ মে ১০ ১৭:০২:৩৯
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ভটভটি চাপা পড়ে কালু (৩৮) নামে ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কালু নাটোর জেলার লালপুর উপজেলার মহেশপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালু ধান বোঝায় ভটভটি যোগে আত্রাই থেকে তার বাড়ি লালপুরের মহেশপুরে যাওয়ার পথে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন জাতআমরুল নামক স্থানে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ভটভটি কালুর শরীরের উপর চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার টগরইল গ্রাম সংলগ্ন বাঘা ব্রীজে দুই বাসের মূখোমূখি সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে, এর মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।

আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পালশা গ্রামের মুরশেদ আলম (৪০), হুজরাপুর গ্রামের বাদশা (৩৭), নাখরাজ পাড়ার খুবাইদ (৩০), নাচোল উপজেরার জগদইল গ্রামের মনোয়ারা (৬০), নাজমা (৪২), শীলা (১২), ঝিকড়া গ্রামের অজেদ আলী (৪৫), শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের নাহিদ (২৫), রহনপুর বাজার এলাকার শফিকুল ইসলাম (৪৫), রাজশাহী কাজিহাট্ট্রা এলাকার মনিরুল ইসলাম (৬৬), উপশহর এলাকার কামরুজ্জামান রানা (৫০), সাপাহার উপজেলার মাষ্টার পাড়ার মইদুল ইসলাম (৪৮), ফারহানা (৪০), সুলতানা (২০), সাবানা আক্তার (২০) ও পোরশা উপজেলার শীশা গ্রামের সুফিয়া (৪৫)সহ আরো অনেকে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় সাপাহার হতে রাজশাহীগামী বিআরসিটি বাস এবং আড্ডাগামী নিউ মুক্তা পরিবহন টগরইল গ্রাম সংলগ্ন বাঘা ব্রীজের আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবচেয়ে বেশী ্আহত হয় দুই বাসের দুই চালক। তাদের দুজনেরই পা ভেঙ্গে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাশ্ববর্তী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়।

(ওএস/এসপি/মে ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test