E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ধসে পড়েছে স্কুলের ছাদ রক্ষা পেল শতাধিক শিক্ষার্থী

২০১৮ মে ১০ ১৭:১৫:৫০
বাগেরহাটে ধসে পড়েছে স্কুলের ছাদ রক্ষা পেল শতাধিক শিক্ষার্থী

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে স্কুল চলাকালীন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধ্বসে পড়েছে। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই স্কুলের একশত পনের জন শিক্ষার্থীসহ শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাদ ধ্বসের ঘটনা ঘটে।

দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা বলেন, সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে। পরে স্কুল মাঠে এ্যাসেম্বলি শুরু হলে হঠাৎ বিদ্যালয় ভবনের বারান্দার ছাদ বিকট শব্দ করে ধ্বসে পরে। শিক্ষার্থীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করে। কোমল মতি শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পরলে কোন কোন অভিভাবকরা এসে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যান। স্কুল মাঠে এ্যাসেম্বলি চলাকালে সকলে ভবনের বাইরে অবস্থান করায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনের পলেস্তেরা খসে পড়ছিল এবং একাধিক স্থানে ফাটল দেখা দেয়। স্কুল ভবনটি ঝুকিঁপূর্ন হয়ে পড়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হলেও কোন ব্যাবস্থা নেয়া হয়নি। বিকল্প কোন শ্রেনী কক্ষের ব্যবস্থা না থাকায় ওই ভবনেই শিক্ষার্থীদেও ক্লাশ নেয়া হতো। স্কুল মাঠে এ্যাসেম্বলি চলায় এযাত্রায় হতাহতের হাত থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা রক্ষা পেয়েছেন।

(এসএকে/এসপি/মে ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test