E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে অগ্নিকাণ্ডে কারখানাসহ ৫টি বসত ঘর পুড়ে চাই, আহত ৪

২০১৮ জুন ০৪ ১৮:৪৫:৫৪
বাগেরহাটে অগ্নিকাণ্ডে কারখানাসহ ৫টি বসত ঘর পুড়ে চাই, আহত ৪

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে অগ্নিকাণ্ডে একটি বেকারির কারখানা ও ৫ টি বসত বাড়ি পুড়ে গেছে। 

সোমবার দুপুর ২ টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার সংলগ্ন আরপি বেকারিসহ ৫টি বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, একই এলাকার মোঃ এমদাদুল হক (৩২), বিভাস সাহা (২৫), সুমন সাহা (২২) ও হাসান সরদার (১৯)।

এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতক্ষনে বেকারি ও ঘর গুলোর সকল মালামাল পুড়ে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাগেরহাট, টুঙ্গিপাড়া ও নাজিরপুরের ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষনে একটি কারখানা ও ৫টি বসত ঘর পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৪ যুবক আহত হন।

আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

(এসএকে/এসপি/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test