E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট জেলা ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণা, অন্যপক্ষের প্রত্যাখ্যান

২০১৮ জুন ০৬ ১৬:৫৩:০৮
বাগেরহাট জেলা ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণা, অন্যপক্ষের প্রত্যাখ্যান

শেখ আহসানুল করিম, বাগেরহাট : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ছয়টি পদের নাম উল্লেখ করে বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে। 

বাগেরহাট জেলা ছাত্রদলে ইমরান খান সবুজকে সভাপতি এবং আলী সাদ্দাম দ্বীপকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আকরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন। বাগেরহাট জেলা ছাত্রদলের অন্য নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম রসুল তরফতাদ নেওয়াজ, যুগ্ম-সম্পাদক তালহা মাহী, শেখ ফয়সাল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল। এদিকে বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই নতুন এই কমিটিকে জেলা বিএনপির সভাপতি এম এ সালামের পকেট কমিটি উল্লেখ করে পদত্যাগ করেছেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল।

পদত্যাগ সম্পর্কে ছাত্রনেতা আতিকুর রহমান রাসেল বলেন, ‘জেলা বিএনপির সভাপতি এমএ সালাম অর্থের বিনিময়ে তার পছন্দের লোকদের কমিটিতে বসিয়েছেন। তৃণমূলের ছাত্রনেতাদের কোনো মতামত নেওয়া হয়নি। এখানে ত্যাগী ছাত্রনেতারা অবমূল্যায়িত হয়েছেন। তাই পতত্যাগ করেছি।’

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুজন মোল্লা বলেল, ‘জেলা বিএনপির সভাপতি এমএ সালাম অর্থের বিনিময়ে এ কমিটি করেছেন। তিনি টাকার বিনিময়ে জেলা ছাত্রদলকে ইজারা নিয়েছেন। এ কমিটি দিয়ে দলের কোনো উপকার হবে না।’

নব-গঠিত কমিটির সভাপতি ইমরান খান সবুজ বলেন, ‘দলের দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছেন তাদেরকেই নেতৃত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি এই কমিটির অনুমোদন দিয়েছেন। কেউ তার অযোগ্যতার কারণে কমিটির পদ না পেয়ে থাকলে বা কাঙ্খিত পদ না পেলে আমাদের কিছু করার নেই। আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি করা হবে।’

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ ছালাম বলেন, ‘ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যাচাই-বাচাই শেষে যারা যোগ্য ছাত্র নেতাদের দিয়ে এই কমিটি করে দিয়েছেন। এখানে আমার কোনো হস্তক্ষেপ নেই।’

(এসএকে/এসপি/জুন ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test