E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কায় আহত ১০ 

২০১৮ জুন ২৪ ১৭:১৬:২৬
ঈশ্বরদীতে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কায় আহত ১০ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ১০ জন যাত্রী আহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ জুন) সকাল ১০টায় পাকশী ইপিজেড সড়কের দাসপাড়া নামক স্থানে। গুরুতর আহত দুইজনকে এ্যাম্বুলেন্সে নওগাঁ নিয়ে যাওয়া হয়েছে।

যাত্রীরা জানান, নওগাঁ হতে মাদারীপুর শিবচরগামী একটি যাত্রীবাহী বাস বাঘা সড়ক হয়ে ঈশ্বরদী রেল গেটে আসে। সেখান থেকে বাসটি আইকে রোডে দিয়ে না যেয়ে আরেকটি অপ্রসস্থ রাস্তায় রেলগেট থেকে ইপিজেডের সামনের সড়ক হয়ে লালনশাহ সেতুর দিকে যাচ্ছিল। বাসটি ইপিজেড সড়কের দাসপাড়া নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হয়। ৮ জন যাত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত দুইজনকে এ্যাম্বুলেন্স যোগে নওগাঁ নিয়ে যাওয়া হয়েছে। আহতদের বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন গ্রামে। বাসে মোট ৩৫ জন যাত্রী ছিল। যাত্রীরা সকলেই পদ্মা সেতুতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। ঈদের ছুটি শেষে তারা কাজে ফিরছিলেন।

এদিকে বৈদ্যুতিক খুঁটিতে জোরে আঘাত লাগায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা। এ সংবাদ লেখা পর্যন্ত দুপুর ২টা পর্যন্ত বৈদ্যুতিক খুঁটির মেরামত কাজ চলছিল।

(এসকেকে/এসপি/জুন ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test