E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

২০১৮ জুন ২৯ ১৭:৪৭:০৩
গাইবান্ধায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পুলবন্দি থেকে বালাসীঘাট পর্যন্ত ৮কিঃমিঃ মিনি ম্যারাথন দৌড় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে জেলা রোভার স্কাউটসের শতাধিক সদস্য অংশ নেয়। সকালে পুলবন্দি এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশনের সহ-সমন্বয়কারী মো. আশরাফুল ইসলাম, জেলা রোভার সম্পাদক ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী, জেলা রোভার নেতা মো. তামজিদুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রামা অর্গানাইজার মো. খলিলুর রহমান প্রমূখ। প্রতিযোগিতায় লাল-সবুজ মুক্ত রোভার দলের মো. গোলাম রাব্বী চ্যাম্পিয়ন, ফুলছড়ি সিনিয়র মাদ্রাসা রোভার দলের মো. সামিউল ইসলাম রানার্সআপ এবং লাল সবুজ মুক্ত গার্ল-ইন রোভার ইউনিটের মোছা. মীম আকতার তৃতীয় স্থান অর্জন করে।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিজীয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমানসহ জেলা রোভার নেতৃবৃন্দ ও এসকেএস ফাউন্ডেশনের কর্মকর্তারা। এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফ এর সহযোগিতায় ওই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

(এসআইআর/এসপি/জুন ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test