E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণপরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও মোংলা বন্দরে অচলাবস্থা

২০১৮ অক্টোবর ২৯ ১৮:২১:১৭
গণপরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও মোংলা বন্দরে অচলাবস্থা

বাগেরহাট প্রতিনিধি : গণপরিবহন ধর্মঘটে সোমবার দ্বিতীয় দিনেও মোংলা বন্দর কার্য্যত অচলা হয়ে পড়েছে। মোংলা বন্দর জেটি হতে আমদানী-রপ্তানীযোগ্য পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

বন্দরে খালস করা আমদানীকৃত দেড় হাজার টিউজ কনটেইনার পন্য ও ২ হাজার রিকন্ডিশন গাড়ী আটকা পড়েছে। এছাড়াও ইপিজেডসহ শিল্প এলাকার প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পন্য সিমেন্ট, গ্যাস, তেল, জিপার, জুট সরবারহ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট শিল্প মালিক ও ব্যবসায়ীরা।

এদিকে ৪৮ ঘন্টার পরিবহন দ্বিতীয় দিনেও বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। জেলার অভ্যন্তরীণ রুটেও কোন গণপরিবহন চলছেনা।

গণপরিবহন ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্বিতীয় দিনেও গন্তব্যে যেতে না পেরে সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বাগেরহাট জেলার পরিবহন শ্রমিকরা নিজেরা গণপরিবহন চালানো বন্ধ করে দেয়ার পাশাপাশি চালক ও শ্রমিকরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিয়েছে বিকল্প সব গনপরিবহন।

সোমবার সকাল থেকে মোংলা বন্দরের আউটার চ্যানেলে অবস্থানরত বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক থাকলেও ঔইসব পণ্য সড়ক পথে পরিবহন বন্ধের পাশপাশি জাহাজে চাহিদানুযায়ী মালামাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে বিদেশী জাহাজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মের্সাস মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান।

তিনি বলেন, শনিবার বন্দরে আসা একটি জাহাজে তার মালামাল সরবরাহের কথা কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে সেই মালামাল না আসায় তিনি তা সময় মত সরবরাহ করতে পারছেন না। এতে বিদেশী জাহাজ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তী পোহাতে হচ্ছে।

তবে, নৌপরিবহন মন্ত্রী ধর্মঘট ডাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের র্শীষ নেতা হওয়ার কারনে গণপরিবহন ধর্মঘটের কারনে বন্দরের অচলাবস্থা নিয়ে মোংলা বন্দরের দায়িত্বশীল কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

(এসএকে/এসপি/অক্টোবর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test