E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীনগরে শিক্ষক ও আলেম মৌলানাদের সঙ্গে এমপির মতবিনিময় 

২০১৮ নভেম্বর ০৩ ১৭:৪৫:০৯
রানীনগরে শিক্ষক ও আলেম মৌলানাদের সঙ্গে এমপির মতবিনিময় 

নওগাঁ প্রতিনিধি : শনিবার বিকেলে নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের সামনে রাণীনগর হাউজে উপজেলার মসজিদ পাঠাগারের শিক্ষক ও আলেম মৌলানাদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসরাফিল আলম এমপি।

তিনি বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তি দেশের মানুষের মাঝে ইসলামী শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আজ তারই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন তারই যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের বিনামূল্যে ইমাম ও মৌলানারা ইসলামী শিক্ষায় দীক্ষিত করছেন।”

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মোহন্ত প্রমুখ।

(বিএম/এসপি/নভেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test