E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে বিএনপি প্রার্থী নাসের রহমানের সংবাদ সম্মেলন

২০১৮ ডিসেম্বর ২৪ ১৪:৪৬:৪৬
মৌলভীবাজারে বিএনপি প্রার্থী নাসের রহমানের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান পুলিশের বিরুদ্ধে নেতাকর্মীদের বাসায় বাসায় হয়রানি ও গ্রেফতারের অভিযোগ করেছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন নাসের রহমান ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন বিনা কারনে পুলিশের গ্রেফতারি অভিযান ও হয়রানিমূলক কর্মকান্ড বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অনেক অভিযোগ পত্র দাখিল করি, কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কোন নিবারণমূলক পদক্ষেপ তো নেনই নাই, উপরন্ত এই ধরনের পুলিশী হয়রানী অভিযানের মাত্রা দিন দিন বেড়ে গতকাল পর্যন্ত উদ্ধেগজনক মাত্রায় পৌঁছেছে। এসময় তিনি বলেন গত ১০ দিনে আমার নির্বাচনী এলাকার শতাধিক নেতাকর্মীকে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে।

সংবাদ সম্মেলনে নাসের রহমান বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ অলিউর রহমানের বাসায় পুলিশী অভিযানের নিন্দা জানিয়ে আরো বলেন, গতকাল রাতে এই নেতার বাসায় পুলিশ অভিযান চালিয়ে তাকে না পেয়ে বাসার জিনিসপত্র তছনছ ও ভাংচুর করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অলিউর রহমান বাসার দেয়াল টপকিয়ে পরে গিয়ে আহত হন বলে সংবাদ সম্মেলনে জানান নাসের রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।

(একে/এসপি/ডিসেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test